নাটোর অফিস॥ নাটোরে কৃষকদের ধানের নায্য দাম দিতে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান ক্রয় করেছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামে খাদ্য বিভাগ ও কৃষিবিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে ধান ক্রয় করেন জেলা প্রশাসক।
প্রতি কেজি ২৬ টাকা যা ১০৪০ টাকা প্রতিমণ দরে ধান ক্রয় তদারকি করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।
প্রথমদিনে এখান থেকে ৯৬ মেট্রিক টন ধান কেনা হয়। বর্তমান বাজারে ৫ থেকে ৬ শ টাকা মণ বিক্রি হলেও সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণে ধান বিক্রি করে খুশী কৃষকরা। এসময় তার সঙ্গে ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, জেলা খাদ্য কর্মকর্তা, শফিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, মধ্যসত্বভোগীরা যাতে সুবিধা গ্রহণ না করতে সে জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে।