নাটোর অফিসঃ নাটোরে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মতবিনিময় করেছেন এ কে এম হাফিজুর রহমান, বিপিএম (বার)।
রোববার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম-বার।
ডিআইজি এ কে এম হাফিজুর রহমান বলেন, দেশের জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। পুলিশ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সন্ত্রাসকবলিত উত্তরাঞ্চলে এখন শান্তি বিরাজ করছে। উত্তরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
নাটোরকে মাদকমুক্ত করতে পুলিশের ব্যতিক্রমী ‘মাদক তাঁড়াও নাটের বাঁচাও’ কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ডিআইজিকে অবহিত করলে তিনি এ পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সৈকত হাসানসহ জেলার ৭টি থানার অফিসার ইনচার্জগণ।