নাটোর অফিস॥ নাটোরে ট্রাফিক সচেতনতা পক্ষ-২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন থানা চত্বরে ট্রাফিক পরিদর্শকের কার্যালয়ে শতাধিক চালকের অংশগ্রহণে আয়োজিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,বিপিএমপিপিএম-বার। এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)আকরামুল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদ, শহর ট্রাফিক পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুরী, মাহমুদুন নবী, জেলা ট্রাক,ট্যাংকলরি ও কাবার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মোস্তারুল ইসলাম আলম, বিআরটিএ নাটোর অফিস পরিদর্শক কাফিউল মৃধা প্রমুখ।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, রাস্তায় গাড়ী চালকদের হাতে থাকে যাত্রীদের জীবন। তাই সতর্কতার সাথে চালকদের গাড়ী চালাতে হবে।
গাড়ি চালানোর সময় নিরাপদ দুরুত্ব বজায় রাখা, হাইড্রোলিক হর্ণ থেকে না বাজানো, একটানা ৫ঘন্টার বেশি ও দিনে ৮ঘন্টার বেশি গাড়ি না চালানো, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ী না চালানো সম্পর্কে চালকদের দিক নির্দেশনা দেন পুলিশ সুপার।