নাটোর অফিস॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত নাটোরের ৬টি উপজেলার ১৮ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান শপথ নিয়েছেন।
বুধবার বিকেল পৌনে পাঁচটায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিতদের শপথ পড়ান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
চেয়ারম্যান হিসেবে শপথ নেন শরিফুল ইসলাম রমজান(নাটোর সদর), শফিকুল ইসলাম শফিক (সিংড়া), আনোয়ার হোসেন (গুরুদাসপুর), সিদ্দিকুর রহমান পাটোয়ারী (বড়াইগ্রাম), ইসাহাক আলী (লালপুর) এবং অহিদুল ইসলাম গকুল(বাগাতিপাড়া)
এছাড়াও ৬টি উপজেলার ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে ১২ জন জনপ্রতিনিধি একই সময়ে শপথ নেন।
শপথ পরবর্তী প্রতিক্রিয়ায় চেয়ারম্যানরা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারের লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখতে চান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বীর সভাপতিত্বে শপথ নেয়া জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ প্রমুখ।