নাটোর অফিসঃ নাটোরের দিঘাপতিয়া শিশু সদনের আশ্রিত এতিম শিশুরা এবারও একুশে টেলিভিশনের প্রতিষ্ঠার ২০ তম বছরে পর্দাপন উৎসব পালন করেছে। রোববার বাংলা নববর্ষে ইটিভির কল্যাণে সদনের শিশুরা এবার মৌসুমী ফল তরমুজ ও পায়েস খেয়েছে। একুশে পরিবারের সহায়তায় কেক কেটে জন্মদিন পালনের পাশাপাশি বাংলা নববর্ষের উৎসবও পালন করেছে তারা। দিনটি উপলক্ষে প্রতিবারের মত এবারও এতিমদের মাঝে ফিরনি পায়েস, মৌসুমী ফল তরমুজসহ উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।
সদনের আশ্রিত শিশুরা জানায়, তারা এখন প্রায় প্রায় উন্নত খাবার খেতে পান। এবার পায়েস খেতে পেয়ে তারা খুব খুশী হয়েছে। এজন্য তারা একুশে টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিকে ধন্যবাদ জানায়।
সদনের প্রশাসনিক কর্মকর্তা এটিএম জালাল উদ্দিন বলেন, কয়েক বছর আগে সদনে আশ্রিতদের অবস্থা খুব নাজুক ছিল। সদনের আশ্রিতদের সেই করুন চিত্র একুশে টেলিভিশনে তুলে ধরার পর অবস্থার পরিবর্তন হয়। এখন সকল মিডিয়া সহ অনেকেই এতিমদের সহায়তা করে থাকেন। ইটিভি প্রতিবছর তার প্রতিষ্ঠার দিনে বিভিন্ন খাবার পরিবেশন করে থাকে। পান্তা ইলিশ খাওয়ানো সহ নতুন নতুন খাবারের আইটেম নিয়ে সদনের আশ্রিতদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে থাকে। এবারেও ব্যতিক্রমি উদ্যোগ বা খাবার পরিবেশন করেছে ইটিভি।
এদিকে রোববার একুশের প্রতিষ্ঠার ২০ তম বছরের পর্দাপন দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের মহিলা এমপি রত্না আহমেদ, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আ’লীগ সহ সভাপিত পিপি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাের্ত্তুজা আলী বাবলু, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, মহিলা আ’লীগ সাধারণ সম্পাদক বিউটি পারভিন, যুব মহিলা লীগ নেত্রী আঞ্জুমান আরা পপি, সিনিয়র সাংবাদিক সেদরুল হুহুদা ডেভিড, বিশিষ্ট আইনজীবি জালাল উদ্দিন ,সাংবাদিক আশরাফুল ইসলাম বাচ্চু, আনোয়ার পারভেজ সহ আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মিসেস শাহরিয়াজসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের অতিথিরা ইটিভির এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন,আগামীতে ইটিভির মত অনেকেই এতিমদের সহায়তায় সব সময় পাশে থাকবেন। তারা ইটিভির ২০ তম বছরে পর্দাপণে শুভেচ্ছা জানান।