নাটোর অফিস॥ নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইক (ব্যাটারি চালিত ভ্যান) উল্টে দিগন্ত সরদার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দিগন্ত উপজেলার লোকমানপুর পারুল একাডেমীর প্লে-গ্রুপের ছাত্র এবং স্বরাপপুর গ্রামের পলাশ সরদারের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে স্কুলে যাওয়ার পথে দোডাঙ্গী রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিগন্তের পরিবার সুত্রে জানা যায়, স্বরাপপুর গ্রামের পলাশ সরদারের দুই ছেলের মধ্যে দিগন্ত ছোট। প্রতিদিনের ন্যায় দিগন্ত চার্জার চালিত ভ্যানযোগে পার্শ্ববর্তি লোকমানপুর বাজারে পারুল একাডেমির উদ্দেশ্যে যাচ্ছিল। ভ্যান গাড়িটি দোডাঙ্গী রেলগেট এলাকার কালভার্টের কাছে পৌছলে ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে গেলে দিগন্ত মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয়। তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মোডকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা য়ায়।