নাটোর অফিস॥ নাটোরের গুরুদাসপুরে পুর্ব শত্রুতার জেরে মামিন আলী (৩৫)নামের এক কৃষি শ্রমিকের ডান হাত কেটে নিয়েছে প্রতিপক্ষরা। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামে রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোমিন আলী হরদমা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে।
আহত মোমিনের সঙ্গে থাকা আবু হানিফ বলেন, সকালে মোমিন, রবিউল, সেন্টু, মকুলসহ কয়েকজন স্থাণীয় এক ভুট্টার জমিতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমরা গ্রামের ন্যাংড়ার মোড়ে পৌছালে প্রতিপক্ষ একই এলাকার রমিজুলের ছেলে রাসেল, শরিফের ছেলে সোনা উল্লা, ময়েনের ছেলে টগর, সোহরাপের ছেলে জমিনসহ বেশ কয়েকজন মোমিনকে অস্ত্র নিয়ে আক্রমণ করে। তারা মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে ও মাথায় কুপানোর পরে তার ডান হাত কেটে নেয়। এ সময় আমরা ভয়ে দৌড়ে পালিয়ে যাই। পরে স্থানীয়রা আহত মোমিনকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্ব্যাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাস্থলের পরিবেশ শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।