বিনোদন প্রতিবেদকঃ গরীব ঘরের সন্তান রাজ, মায়ের স্বপ্ন ছেলেকে ডাক্তার বানানোর। কিন্তু ডাক্তার বানাতে যে অনেক টাকার প্রয়োজন অনেক টাকার। মায়ের স্বপ্নের কাছে নিজের ভালোবাসার বলিদান করেন রাজ।
জুঁই আর রাজের প্রেমের বাধা হয়ে দাড়ায় টাকা। অন্যদিকে নিজের মেয়ের সাথে বিয়ের শর্ত দিয়ে রাজের লেখাপড়ার খরচ দিতে রাজি হন মিতুর বাবা। এভাবেই চলতে থাকে গল্প।
নির্মাতা হারুন রুশোর পরিচালনায় বিডি২৪লাইভ (প্রা:) লি: এর প্রযোজনায় নির্মিত হচ্ছে শর্টফিল্ম ‘প্রেসক্রিপশন’।
নির্মাতা বলেন, সুন্দর ভাবে কাজটা আমরা শেষ করেছি। সবাই ভালো অভিনয় করেছে। সব কিছু ঠিক থাকলে ১লা বৈশাখ প্রচার করবো ‘প্রেসক্রিপশন’।
আরেফিন সোহাগ বলেন, গল্পটা খুব সুন্দর। দর্শকের অনেক ভালো লাগবে। এ গল্পে আমাকে ডাক্তারের চরিত্রে দর্শক দেখতে পাবেন। দীর্ঘদিন পর এই গল্পের মাধ্যমে আবারও পর্দায় আসলাম।
তিনি বলেন, আমি প্রথমবারের মত শর্টফিল্মে কাজ করলাম। এর আগে সিনেমা, নাটক, বিজ্ঞাপনে কাজ করেছি। আশা করি দর্শকের মনের মত হবে।
অভিনয় করেছেন, আরেফিন সোহাগ, কেয়া মনি, লিয়া, সুশীল সরকারসহ আরও অনেকে।