নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে প্রথম ধাপে ১০ মার্চে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আব্দুর রহিম। ঘটনাটি এলাকায় টক অব দি টাউনে পরিণত হয়েছে।
জেলা ও উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত পরিপত্র মোতাবেক ইউএনও মোহাম্মদ মনির হোসেন ও রাজশাহী রেঞ্জের ডিআইজি স্বাক্ষরিত পরিপত্রের নির্দেশ মোতাবেক ওসি সেলিম রেজাকে প্রত্যাহার করা হয়। উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী মো. জাহিদুল ইসলাম তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করলে তাঁদের প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ মনির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে ওসি সেলিম রেজা দাবী করে বলেন, নৌকার প্রার্থীর পক্ষ না নেয়ায় আমাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।