নাটোর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত চেয়ারম্যান লুৎফল হাবিব রুবেল চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে বিশাল শোডাউন সহ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সিংড়া উপজেলা সদরে এই শোডাউন করে।
রোববার দুপুর থেকেই শোডাউন উপলক্ষে সিংড়া কোর্ট মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। এ সময় অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফল হাবিব রুবেল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন। সমাবেশ শেষে বিকেলের দিকে হাজার হাজার নারী পুরুষ স্মরণকালের এক বিশাল মিছিল বের করে।মিছিলের শ্লোগানে শ্লোগানে মূখরিত হয়ে উঠে গোটা শহর। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দেন ।
নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় ভাবে মনোনয়ন উত্তোলন ও জমার শেষ দিনে জমা দিলেন যারা, তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ও কলম ইউপির সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্কাস আলী, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আঃ জলিল, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক জিএস মমিন মন্ডল মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর যুব মহিলা লীগের সভানেত্রী আমেনা খাতুন মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিমা হক রোজি, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রহিমা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় মহিলা যুবলীগের সদস্য আঞ্জুমান আরা এবং সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।