নাটোরঃ নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের দুর্গম মাধবাঁশবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আলমগীর স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেনের ছোট ভাই এবং ওই গ্রামের মাহমুদ আলী প্রামানিকের ছেলে।
শুক্রবার দুপুর ২টার দিকে মাধবাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অন্যদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থর পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবাঁশবাড়িয়া গ্রামের মাহমুদ আলী প্রামানিকের ছেলে ইউপি সদস্য কামাল প্রামানিকের সাথে ২০ শতক জমি নিয়ে একই গ্রামের কালাম হাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিটি কালাম হাজী গত ২০ বছর ধরে ভোগ দখল করে আসছে। শরীকানা হিসেবে ওই জমি কামাল মেম্বারের পরিবার পায়। ওই জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ বাধে। শুক্রবার জমির দখল নিতে গেলে কালাম মেম্বারের লোকদের সাথে কালাম হাজীর লোকদের সংঘর্ষ বাধে। কামাল মেম্বারের ভাই আলমগীর হোসেন সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহত আলমগীরকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের জের বলে জানান তিনি।