সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সিংড়ায় অস্ত্র মামলা

নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় থানায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি দায়ের করেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
সিংড়া থানার ওসি আসমাউল হক বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার বলা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে লাইসেন্স করা অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। কিন্তু বেঁধে দেয়া সময়ের পরও জুনাইদ আহমেদ পলক তার হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান থানায় জমা দেননি। সরকারের নির্দেশনা অমান্য করে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। ওসি আরো জানান, নির্ধারিত সময়ে অস্ত্র দুটি জমা না দেওয়ায় আইনত অস্ত্র দুটি অবৈধ। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত আগষ্টে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা সহ বিভিন্ন মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *