সিংড়ায় যুবকের দুই হাতের বকজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় ইসরাফিল (২২) নামের এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিয়ান্দহ এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত যুবক হাতিয়ান্দহ বাজার এলাকার তাইজুল ইসলামের ছেলে। দুই হাত থেকে বকজি বিচ্ছিন্ন ওই যুবক কে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত যুবক ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন আগে চাঁপাই নবাবগঞ্জ এলাকা থেকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকায় এসে বসবাস করেন। পরবর্তীতে তার মেঝ ও সেজ ছেলে ইসমাইল ও ইব্রাহীমও এখানে চলে আসেন। পেশায় সবাই রাজমিস্ত্রি। আর ছোট ছেলে ইসরাফিল মাঝে মাঝে এখানে বেড়াতে আসে। বুধবার ভোর রাতে সিংড়ার হাতিয়ান্দহ গ্রামে যুবক ইসরাফিল এর কবজি বিচ্ছিন্ন হয়।
তবে তার সেজ ভাই ইব্রাহীম হোসেন বলেন, সে বুধবার সেখানে বেড়াতে আসে। আপন ভাবীকে ঘুমের ঔষধ দিয়ে মুঠোফোনে খারাপ ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা জানিনা।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হাতিয়ান্দহ গ্রামে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে বাড়ির বউয়ের কোন ভিডিও ধারণ নিয়ে এই ঘটনা ঘটেছে শোনা যাচ্ছে। ভুক্তভোগীর সাথে কথা হলে বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
এবিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, পরকীয়া সংক্রান্ত বিষয় থাকতে পারে। বিষয়টি তদন্ত করে জরিতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *