নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট ও উফশী আউশ ধান ফসলের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
কৃষি কার্যালয় সুত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-১/২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও উফশী আউশ ধান ফসলের বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। সিংড়া পৌরসভা সহ উপজেলার ১২ ইউনিয়নের ২৬০ জন কৃষকের মাঝে এক কেজি পাট বীজ এবং পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার। আর দুই হাজার ৫০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি আউশ ধান বীজ এবং দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয়।