নাটোর অফিস।।
নাটোরের বড়াইগ্রামে নিজ ঘর থেকে যুবদল নেতা আয়নাল হকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মাঁঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে তাঁর নিজের শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আয়নাল হক ওই এলাকার আব্দুল জলিলের ছেলে ও মাঁঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, যুবদল নেতা আয়নাল হক এই বাড়িতে একাই বসবাস করতেন। গত ৩ থেকে ৪ দিন ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি। আজ সকালে আয়নাল হকের বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ২-৩ দিন আগে স্ট্রোক করে ঘরের মধ্যে পড়ে গিয়ে মারা যেতে পারেন তিনি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।