লালপুরে মাদক বিক্রয়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও গুলিবর্ষণ

নাটোর অফিস।।
নাটোরের লালপুরে মাদক বিক্রয়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাম কিবরিয়া কাজল (৪২) নামের একজন আহত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের এঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে লালপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টার দিকে বিলমাড়িয়া এলাকার মাদক ব্যবসায়ী মনি সরদার ও গোলাম কিবরিয়া কাজলের মাধ্যে মাদক বিক্রয়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে মনি সরদার লোহার রোড দিয়ে গোলাম কিবরিয়া কাজলকে মারপিট করে।পরে কাজলকে তার পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে এলাকাবাসি উত্তেজিত হয়ে উঠলে মনি সরদার পিস্তল বের করে ১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে চলে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত কবরে জানান, মাদক বিক্রয়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ওসি আরো জানান, মনি সরদার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে কয়েকটি মামলা আছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *