লালপুরে বিএনপির মতবিনিময় সভা

নাটোর অফিস।।
নাটোরের লালপুরে বিএনপির মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে গৌরীপুরস্থ প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এর বাস ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেল ও বিএনপির মানবাধিকার কমিটির সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী,লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।
এসময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *