নাটোর অফিস।।
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রিট বাতিল ও ২০২১ এর অবৈধ নিয়োগ বাতিলসহ পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি এবং পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,জুনিয়র ইন্সট্রক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ ভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। দেশে পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এছাড়াও কুমিল্লায় শিক্ষার্থীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন, টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র মুক্তাদির রহমান, আলভি ইসলাম, গোলাম রাব্বি,জান্নাতুল ইসলাম, খাদিজা রহমানসহ শিক্ষার্থীরা।