নাটোর অফিস||
নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে কেক কাটা সহ নানা আয়োজনে একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী রজত জয়ন্তী উসব পালন করা হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে ইটিভি দর্শক ফোরাম সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে পুলিশ সুপার আমজাদ হোসাইন, আরডিসি তাহমিদুল ইসলাম, সদনের সহ-সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মনিমুল ইসলাম, সমকাল লালপুর প্রতিনিধি আশিকুর রহমান, একুশে ফোরাম সদস্য সাব্বির হোসেন,নাজমুল ইসলাম প্রমুখ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান শেষে সদনের আশ্রিত শিশুরা নেচে গেয়ে উল্লাস করে। দুপুরে সদনের শিশুদের জন্য খাবার পরিবেশন করা হয়।