নাটোর অফিস।।
নাটোরে লালপুরে ১৬টি অবৈধ পাসপোর্ট ও মাদকসহ আরিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে সিম কার্ড ও বিভিন্ন কাজপত্র সামগ্রী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম উপজেলার গোপালপুরের শিবপুর খাঁ পাড়া এলাকার বাসিন্দা। সোমবার (১৪ এপ্রিল) বিকেল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মমিনু“জ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এর আগে রবিবার (১৩ এপ্রিল) রাত সোয়া তিনটার লালপুর উপজেলার গোপালপুরের শিবপুর খাঁ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া তিনটার দিকে লালপুর উপজেলার গোপালপুরের শিবপুর খাঁ পাড়া এলাকা আরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসা তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি অবৈধ ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি অবৈধ সবুজ পাসপোর্ট, চারটি ক্রেডিট কার্ড, ৩টি রেজিস্ট্রার্ডবিহীন সীম কার্ড, বিভিন্ন দেশি-বিদেশি আইডি কার্ড, ভুয় বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট তৈরির কাগজের ফটোকপিসহ আরিফুলকে আটক করা হয়। পরে আলামতসহ তাকে লালপুর থানায় সোপর্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মমিনু“জ্জামান জানান, এঘটনায় আরিফুল ইসলামের বিরুদ্ধে লালপুুর থানায় মাদকদ্রব্য তথসহ পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে জব্দকরা ওই পাসপোর্টগুলো সঠিক কি-না তা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে।