বড়াইগ্রামে নাজিম হত্যার বিচার দাবীতে মানববন্ধন

নাটোর অফিস।।
নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি সংক্রান্ত বিষয়ে কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নজির হত্যাকাÐের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মকালে উপজেলার আহমেদপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, গত ২১ মার্চ মসজিদের জমি নিয়ে দ্ব›দ্ব হলে নাজিম উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাÐের সাথে জড়িত আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ প্রশাসন বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। দ্রæত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। মসজিদ ও কবরস্থানের জমি সংক্রান্ত সমস্যা অতি দূত সময়ের মধ্যে সমাধান করার দাবিও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন নজির বড় ভাই ও নওয়াপাড়া মসজিদের সভাপতি মো. দুলাল উদ্দিন, জুয়াড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জুলহাস আহম্মেদ, নাজিম উদ্দিন নাজিমের ছোট বোন রাহেলা বেগম, নওপাড়া সামাজিক মসজিদের ইমাম মাওলানা আহম্মদ উল্লাহসহ স্থানীয় এলাকাবাসী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *