নাটোর অফিস।।
ইসরাইলি পণ্য বয়কট ও গাজায় ইসলাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে উপজেলার জামতলী, কলম বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
জামতলী বাজারে মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন মুফতি ফিরোজ হোসেন, মুফতি জাকারিয়া, মুফতি তানজিল আহমেদ, মাওলানা হাফেজ আব্দুস সালাম, মুফতি গোলাম রাব্বানী প্রমূখ। এছাড়াও কলম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বক্তব্য রাখেন হায়দার রশিদ রিপন, হাফেজ জাকারিয়া রহমান প্রমূখ।