নাটোর অফিস।।
অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক সংযোগ থেকে নাটোরের সিংড়ায় জাকির হোসেন (৪০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিন মজুর জাকির হোসেন রাণীনগর উজানপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে।
এলাকাবাসী এবং পুলিশ সুত্রে যানা যায়, রাণীনগর স্লুইসগেট খাল শুকিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন দিন মজুর জাকির হোসেন। পানি শুকানোর কাজের যে সংযোগটি ছিল সেটি পার্শের মেইন লাইন থেকে নেওয়া। পানি শুকানোর কাজের মটরের সুইচ দিতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় জাকির হোসেন। এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোলাম কিবরিয়া তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেনের ছেলে সিহাব আলী জানান, আমি কাজে ছিলাম বাসায় ছিলাম না, খবর পেয়ে বাসায় ফিরে জানতে পারি বাবা বিদ্যুতের সর্ট সার্কিটে মারা গেছেন। আজ (বৃহস্পতিবার) বেলা সারে ১১ ঘটিকায় শেরকোল রানীনগর কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, সেচ মোটরে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে ওই দিনমজুরে মৃত্যু হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, শুনেছি অবৈধ ভাবে সংযোগ নিতে গিয়ে তারে আটকে যায়। তবে অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার না করতে সব সময়ই সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বলেও যানান তিনি।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, মাছ মারতে গিয়ে বিদ্যুতিক সর্ট-সার্কিটে মারা গেছে। লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।