লালপুরে থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিল ছাত্রদল নেতাকর্মীরা

নাটোর অফিস।।
নাটোরের লালপুরে থানা থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৮এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে থানার ভিতর থেকে আসামী ছিনিেেয় নেওয়া হয়। গ্রেপ্তারকৃত রুবেল উদ্দিন নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা। এসময় থানার ভিতরে ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকসহ অফিসাররা।
পুলিশ জানায়, গত ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় একটি বাড়িতে গুলির ঘটনার মামলায় রুবেল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। ওই মামলায় আজ মঙ্গলবার বিকালে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করে লালপুর থানায় নেওয়া হয়।
পরে রুবেলের গ্রেপ্তারের খবরে ছাত্রদল ও যুবদলের প্রায় ৫০ জন নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তার মুক্তির দাবি জানান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের মধ্যে তাকে জোর করে থানা থেকে ছিনিয়ে নিয়ে যান তারা।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, ‘মামলার আসামি রুবেল উদ্দিনকে থানা হেফাজত থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী বিপথগামী কিছু নেতা ছিনিয়ে নিয়ে যায়। এটি অত্যন্ত ন্যক্কারজনক, ঘৃণ্য ও দুঃখজনক ঘটনা। এ ধরনের অপকর্মের জন্য বিএনপি লালপুর শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। দল এ ধরনের ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘যারা বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এব্যাপারে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, যারা থানায় প্রবেশ করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। আমরা তাদের খুজে বের করার চেষ্ট করছি। সেই সঙ্গে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *