নাটোর অফিস।।
গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যা, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে নাটোরে সর্বাত্মক গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। এরই অংশ হিসেবে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে নাটোরের সর্বস্তরের জনসাধারনের আয়োজনে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়েতের আমীর অধ্যাপক ইউনুস আলী, হেফাজতে ইসলামী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব, খেলাফত মসলিসের সাধারন সম্পাদক মাহামুদুর রহমান, নাগরিক পার্টির সদস্য তৌফিক হাসান, নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহামুদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ইসরাইলকে আন্তর্জাতিক আদলতে গনহত্যার দায়ে বিচার করতে হবে। আমরা যদি এখন থেকেই সচেতন না হয় এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও হামলার শিকার হবো। আমাদেরকে ইসরাইল পণ্য বর্জন করতে হবে এবং তাদের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি সরকারকে বন্ধ করতে হবে।