নাটোর অফিস।।
নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। এতে লেখা ছিলো বাংলাদেশ আমার অহংকার, বাংলার ওপর যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
গতকাল বুধবার (২এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মসজিদটির ডিজিটাল সাইনবোর্ডে এই লেখাটি হঠাৎ ভেসে ওঠে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মসজিদ কতৃপক্ষ সাইনবোর্ডের বৈদ্যুতিক সুইচ অফ করে দিলে তা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রাতেই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডের অপারেটর লিটনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করেই ‘বাংলাদেশ আমার অহংকার, বাংলার ওপর যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখাটি দেখা যায়। এমন লেখা মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়রা ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানায়।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘মসজিদের ডিজিটাল সাইনবোডে লিখাটি দেখার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডটি বন্ধ করে নামিয়ে ফেলেছে মসজিদ কর্তৃপক্ষ। তবে ধারনা করা হচ্ছে এটি হ্যাক করে করা হয়েছে। এঘটনায় রাতেই ডিভাইসটির অপারেটর লিটন কে গ্রেপ্তার করে বৃহস্পপতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার এই রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে হয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষন করে। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত ৫জন। ’