লালপুরে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা 

নাটোর অফিস।।
এবার নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলাদেশ আমার অহংকার, বাংলার ওপর যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা গেছে। বুধবার সন্ধ্যার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি হঠাৎ ভেসে ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মসজিদ কতৃপক্ষ সাইনবোর্ডের বৈদ্যুতিক সুইচ অফ করে দিলে তা বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশে।
স্থানীয়রা জানায়, রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করেই ‘বাংলাদেশ আমার অহংকার, বাংলার ওপর যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখাটি দেখা যায়। এমন লেখা মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়রা ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ মসজিদের ডিজিটাল সাইনবোডে লিখাটি দেখার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডটি বন্ধ করে নামিয়ে ফেলেছে মসজিদ কর্তৃপক্ষ। তবে বর্তমান সময়ে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এমন লেখা কী করে আসল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এই সঙ্গে জরিত অপরাধীদের গ্রেপ্তারের করতে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান ওসি।
এখন পর্যন্ত মসজিদ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল সোমবার এই রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে হয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষন করে। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত ৫জন। ’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *