লালপুরে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দেওয়া ও গুলিবর্ষনের প্রাতবাদে বিএনপির বিক্ষোভ

নাটোর অফিস।।
নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগের গুলিবর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা বিএনপি ও গেপালপুর পৌর বিএনপির আয়োজনে রামকৃষ্ণপুর চিনিবটতলা ঈদগাহ মাঠে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বিএনপির মিডিয়া সেল ও মানবাধিকার কমিটির সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল।
এসময় বিএনপির কেন্দ্রী নেত্রী এ্যাড. ফারজানা শারমিন পুতুল বলেন, ৫ আগষ্টে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের লেজুর বৃত্তি করা দুষ্কৃৃতিকারী সন্ত্রাসী বাহিনীরা আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। গতকাল ঈদের নামাজ শেষে আওয়ামী দুষ্কৃৃতিকারী সন্ত্রাসী বাহিনীরা বিএনপি সহ সাধারণ মানুষের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে অথচ মূল দুস্কৃতিকারীরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে আর কোন দিন ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। আমরা লালপুর বাগাতিপাড়ার সবাই একত্রিত আছি। এখানে যদি আর একটুা গুলি চলে এরা কেউ আর হাতে চুরি পরে বসে থাকবে না।
বিএনপির কেন্দ্রী নেত্রী এ্যাড. ফারজানা শারমিন পুতুল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী দুস্কৃতিকারীরা এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা না নিলে জুলাই অভ্যুখান ব্যার্থ হবে। তাই দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্ঠু, হামিদুর রহমান বাবু,গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু,লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। এসময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন,
উল্লেখ্য, গতকাল সোমবার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে হয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষন করে। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত ৫জন। ’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *