গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পুতুল

আশিকুর রহমান, লালপুর।।
বিএনপির স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসন’স ফরেন এফেয়ার্স এডভাইসরি কমিটি, বিএনপি মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমার একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি ফ্যাসিবাদ সরকারের বিদায় ঘটিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি আয়োজিত নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বিএনপির কেন্দ্রী নেত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
বিএনপির কেন্দ্রী নেত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ থেকে গনতন্ত্র পুনুরুদ্ধারের জন্য আমরা অক্লান্তÍ ভাবে কাজ করে যাচ্ছি। আমারা যেনো বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করার জন্য বাংলাদেশের সব নাগরিকের সঙ্গে কাজ করতে পারি। সেজন্য যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য আমার ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করে যাব।
বিএনপির নেত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল আরো বলেন, ঐক্যবদ্ধ ভাবে আমার দেশ থেকে ফ্যাসিজাম ও ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করতে পেরেছি। ঠিক তেমনি ভাবে ঐক্য মত নিয়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুুন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসলাম আলী,লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *