শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরন করতে ষড়যন্ত্র করছে : টিপু

নাটোর অফিস।।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরন করতে ষড়যন্ত্র করছে । আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছে। বিএনপি ঐক্য, উন্নয়ন ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী।’
শুক্রবার (২৮ মার্চ ) সন্ধ্যায় লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাইফুল ইসলাম টিপু ।
কেন্দ্রী নেতা তাইফুল ইসলাম টিপু আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব নিজের স্ত্রী-সন্তানদের নিরাপদে রেখে দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়েছিলো। ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা দেশের নেতাকর্মীদের বিপদে ফেলে নিজে নিরাপদে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আওয়ামী লীগের নেতারা বার বারই তাদের কর্মীদের কথা না ভেবে নিজে ও তার পরিবারের কথা ভেবেছে।’
লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্যদেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *