নাটোর অফিস।।
ইফতারি কিনে বাড়ি ফেরার পথে নাটোরের লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মইদুল ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী অপর একজন গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের চামটিয়া মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মইদুল ইসলাম চামসটিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, মইদুল ইসলাম ঈশ্বরদী থেকে ইফতারি কিনে বাড়ি ফিরছিলেন এসময় চামটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ঈশ্বরদীগামী প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইদুলের মৃত্যু হয়। মাইদুলের মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত ব্যাক্তিকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
পরে খবর পেয়ে লালপুর থানার পুলিশ এসে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল ও নিহত মাইদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে জানতে লালপুর থানার ওসি মো. নাজমুল হকের মুঠো ফোনে যোগাযোগ করলে ওসি এই প্রতিবেদক কে বলেন, ‘বাস্ত আছি পরে ফোন করেন’।