নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় জালিয়াতির মাধ্যমে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে ইন্দ্রাসুন মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম কাজী খাদেমুল বাসার টিটু। সে ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এদিকে শুক্রবার বাদ জুম্মা ইন্দ্রাসুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযুক্ত বিএনপি নেতা বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার প্রায় চার শতাধিক মুসল্লি। মুসল্লিদের দাবি, দীর্ঘ ৪০ বছর পর জালিয়াতির মাধ্যামে মাদ্রাসারা জায়গা দখলের পায়তারা করা হচ্ছে। দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুসল্লিরা।
মানববন্ধনে ইন্দ্রাসুন কওমী ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ¦ আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলাউদ্দিন মৃধা, হয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ইন্দ্রাসুন জামে মসজিদের মোয়াজ্জিম আব্দুল জলিল, মুসল্লি জিয়াউর রহমান, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুল করিম প্রমূখ।
বক্তারা জানান, প্রায় ৪০ বছর আগে আছের উদ্দিন নামের এক ব্যক্তি ইন্দ্রাসুন মাদ্রাসার নামে ১৮ শতক জায়গা দান করেন। ওই সময় ওই মাদ্রাসার সভাপতি ছিলেন বিএনপি নেতা কাজী খাদেমুল বাসার টিটুর পিতা কাজী কফিল উদ্দিন। কিন্তু জালিয়াতির মাধ্যমে ছয় শতক জায়গা তৎকালীন সভাপতি নিজের নামে লিখে নেন। সম্প্রতি হঠাৎ তার ছেলে বিএনপি নেতা কাজী খাদেমুল বাসার টিটু সেই জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে সেখানে মেসার্স শিফা এন্ড শিমুল ট্রেডার্স নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এতে এলাকার মুসল্লি সহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইন্দ্রাসুন মাদ্রাসায় জমিদাতা মৃত আছের উদ্দিনের ছেলে ইব্রাহীম হোসেন বলেন, তার পিতা ১৮ শতক জায়গাই মাদ্রাসায় দান করেন। আর সেই দালিলের তিনি সনাক্তকারী রয়েছেন। আর প্রায় ৪০ বছর ধরে এই জায়গা মাদ্রাসা ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ সেই জায়গা জবর দখল করে ঘর নির্মাণ করা দুঃখজনক।
মাদ্রাসার সাবেক সভাপতি আলাউদ্দিন মৃধা ও হয়েজ উদ্দিন বলেন, দীর্ঘ দিন তারা দায়িত্ব থাকা অবস্থায় জেনে আসছেন এই সম্পূর্ণ জায়গা মাদ্রাসার। এখন হঠাৎ সেখানে ব্যক্তিগত বাড়ি নির্মাণ করা হীনমন্যতার পরিচয় এবং খুব লজ্জাজনক ঘটনা।
আর বর্তমান সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল বলেন, এটা নিয়ে গ্রামের সাধারণ মানুষের মাঝে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ওই বাড়ি উচ্ছেদের দাবি জানান।
এবিষয়ে মাদ্রাসার জায়গা দখলকারী বিএনপি নেতা কাজী খাদেমুল বাসার টিটু কে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।