নাটোর অফিস\
নাটোরে সিমেন্ট খোয়া ঢালাই মিকচার মেশিনের ভিতর থেকে গোলাম মোস্তফা নামের ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২৫ মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার রাস্তার পাশে রাখা ওই মিকচার মেশিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মোস্তফা একই এলাকার রিপন ব্যাপারীর ছেলে।
শিশুটির বাবা রিপন ব্যাপারী জানান, দুপুরের দিকে শিশুটি খেলাধুলা করছিল। তারপর দুপুর ১২ টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে করতে বিকেল পাঁচটার দিকে রাস্তার পাশে রাখা মিকচার মেশিনের ভেতরে তাকে পড়ে থাকতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে পাশেই ট্রমা সেন্টার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মিকচার মেশিনের ভেতরের বিষাক্ত গ্যাসের ফলেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।