সিংড়ায় চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি

নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অপবাদে চার যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাত ১০টায় উপজেলার দমদমা মাঠের কাটা জোলা নামক খালের মাথায় এই ঘটনা ঘটে। এসময় উদ্ধারকারী পুলিশ সদস্যদের সাথে উপস্থিত স্থানীয় জনতার ধস্তাধস্তি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। এসময় তিন পুলিশ সদস্য আহতসহ পুলিশের গাড়ী ভাংচুর হয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনায় অভিযুক্ত উদয় মিজান ও আদনান মাহমুদ নামের সিংড়ার দুই সমন্বয়ককে রাতেই আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার দমদমা বিল এলাকায় তারাবির নামাজ পর পাহাদারকে মারপিট করে বিএডিসি একটি গভীর নলকুপের পাঁচটি বৈদ্যুতিক ট্র্যান্সফরমার চুরি করে নিয়ে যায় একটি চক্র। এরপর থেকেই কৃষকের সেচ মোটর ও ট্র্যান্সফরমার চুরি রোধে পাহারাদার নিয়োগ করেন এলাকাবাসী। সোমবার রাত ৮ টার দিকে দমদমার বিলে দুইটি মটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করা দেখে চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি দেয়া হয়। গণপিটুনির শিকার যুবকরা উপজেলার বড় চৌগ্রামের মৃত মজাহার আলীর ছেলে ও চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সোহাগ হোসেন (৩৭), বড় চৌগ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে সালমান ওরফে বুশ (২২), ছোট চৌগ্রামের আনছার আলীর ছেলে রায়হান (৩৫) ও একই গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে আলআমিন (২৫)। এদিকে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় আনার সময় দমদমা ছোট ব্রীজ এলাকায় পুলিশের সাথে এলাকাবাসীর ধস্তাধস্তির ও হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় জানতে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত একাধিকবার থানাতে যোগাযোগ করা হলেও কোন তথ্য পাওয়া যায়নি। সিংড়া থানার ওসি আসমাউল হক এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *