নাটোরে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ

নাটোর অফিস\
নাটোরে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ মুক্তাদির আরেফীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা সাবির্ক মোঃ আবুল হায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা জেলা কমিটির ১নং সিনিয়র যুগ্ম আহŸায়ক শেখ ওবায়দুল্লাহ (মীম), যুগ্ম আহŸায়ক শিশির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ইমাম হোসেন প্রমূখ।
সিভিল সার্জন ডা: মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুস্থানে ছাত্র জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নির্বিঘেœ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আপনাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছেন। গণঅভ্যুস্থানে নাটোর জেলায় ১০০ জন আহতের তালিকা রয়েছে। প্রথম দিনে ৯১জনকে স্বাস্থ্য কার্ড দেওয়া হচ্ছে। বাকী গুলো পর্যাক্রমিকভাবে দেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে জুলাই আগস্ট গণঅভ্যুস্থানে আহতদের জন্য স্বাস্থ কার্ড পাঠানো হয়েছে। যাতে করে কার্ডধারীরা হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকে দ্রæত ও ভালমানের সেবা পান। তিনি বলেন, স্বাস্থ্য কার্ড নিয়ে আপনারা হাসপাতালগুলোতে গিয়ে যদি কোন প্রতিবন্ধকতা দেখতে পান তাহলে আমাদেরকে জানাবেন। আমরা সমাধান করব। আপনাদের জন্য সরকারি বিভিন্ন সুবিধা আসা মাত্রই আমরা আপনাদেরকে খুঁজে বের করব। আপনাদেরকে সুযোগ সুবিধা পৌছানোর দায়বদ্ধতা আমাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *