নাটোর অফিস ॥
চাকুরী রাজস্বখাতে স্থানান্তরসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে নাটোরে মানববন্ধন করেছেন এ আই টেকনিশিয়ানরা। আজ সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নাটোর জেলা শাখার আহবায়ক আবু সাঈদ হিমেল, সদস্য সচিব আবু তাহের গাজী, এ আই টেকনিশিয়ান নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, রতন ইসলাম প্রমুখ।
বক্তারা একই ইউনিয়নে একাধিক এ আইটি নিয়োগ প্রক্রিয়া বাতিল,টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল, চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করা এবং সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটি পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করা সহ ৭ দফা দাবী মেনে নেওয়ার দাবী জানান। অনতিবিলম্বে দাবি সমূহ মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে মানববন্ধনে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।