নাটোর অফিস।।
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে একজন নিহত হয়েছে। এসময় জাহাঙ্গীর আলম (৪৫), আরিফুল ইসলাম (৩৮) ও বাবু মিয়া (৪৫) নামে ৩ জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর নওপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত নাজিম উদ্দিন নওপাড়া গ্রামে মৃত আলাউদ্দিনের ছেলে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, স্থানীয় কবরস্থানে জমি দান করা নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের দ্বন্দ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শুক্রবার গনি মিয়ার ছেলে ফারুখ হোসেন ও জামাতা গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা ফারুখ হোসেনের সাথে জাহাঙ্গীর আলমের কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গনী মিয়ার ছেলে ফারুখ হোসেন নজিম উদ্দিনকে ছুরিকাঘাত করে। তাকে উদ্বার করতে এগিয়ে গেলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকে আঘাত করলে তারাও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসাতালের কর্তব্যরত চিকিৎসক নজীম উদ্দিনকে মৃত ঘোষনা করে। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নজিম উদ্দিনের ভাই দুলাল উদ্দিন বলেন, কিছুদিন আগে গনী মিয়ার বাবা গোরস্থানে জমি দান করেন। গনী মিয়া সেই জমি অন্য লোকের কাছে বিক্রি করে। একটি ধর্মীও প্রতিষ্ঠানে জমি দানের কারনে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
এব্যাপারে গনী মিয়া বলেন, বৃহস্পতিবার তারা আমার ছেলের ওমর ফারুখকে মারপিট করে। নিজেরা মারামারি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুুবুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টিতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।