নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় জমিতে পানি সেচ দিতে গিয়ে আনোয়ার শাহ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতিক শর্ট সাকিটে মৃত্যু হয় বলে যানা গেছে। নিহত আনোয়ার শাহ উপজেলার উদিশা গ্রামের মৃত ইসমাইল শাহের ছেলে।
পরিবার ও এলাকাবাসি সূত্রে যানা যায়, আনোয়ার শাহ শুক্রবার সেহেরী খাওয়া শেষে ভোর রাতে উদিশা পশ্চিম মাঠে নিজ জমিতে বিদ্যুতিক মটর থেকে পানি সেচ দিতে যায়। সকাল ৯টার দিকে ছেলে নাজমুল শাহ একাধিকবার বাবার মুঠোফোনে কল করলেও রিসিভ না হলে পরিবারের অন্যান্য সদস্য সহ জমিতে ছুটে যায়। এসময় মটর ঘরে আনোয়ার শাহ বিদ্যুতিক তার পেচিয়ে পরে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসি এগিয়ে আসে। এলাকাবাসির সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ধারনা করা হচ্ছে ভোর রাতে বা খুব সকালে তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে নাজমুল শাহ বলেন, গত কয়েকদিন পুর্বে সেচ মটর চুরি হয়। গত বুধবার নতুন মটর কিনে এনে সেট করা হয়। শুক্রবার সেহেরী খাবার শেষে বাবা জমিতে পানি সেচ দিতে যায়। বেলা বারার সাথে সাথে বাবাকে বাড়ী থেকে ফোন করা হলেও কোন খবর না পাওয়ায় সন্দেহ হয়। পরে জমিতে ছুটে গিয়ে বাবাকে তার পেচিয়ে পওে থাকতে দেখতে পাই।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।