নাটোর অফিস।।
সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সর্বস্থরের সাধারণ মানুষ। বিক্ষোভ থেকে মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান তারা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন ¯েøাগান দেন।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বারের সামনে নিজেরা করি সংস্থার সহযোগিতায় ও লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে সমাবেশ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে ভূমিহীন জেন্ডার সহিংসতা মনিটরিং ও প্রতিরোধ কমিটির আহবায়ক জামেনা বেগমের সভাপতিত্বে বক্তব্যদেন আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান।
ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আমিনুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদেরমধ্যে বক্তব্যদেন কিশারী কন্যা শিক্ষার্থী জয়া খাতুন, কিশোর পারভেজ, ইউপি সদস্য তাহের উদ্দিন ভূমিহীন নেতা আকুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা ধর্ষণের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও বড় কর্মসূচি পালন করবেন হুঁশিয়ারি দেন। একইসঙ্গে তাদের ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।