নাটোর অফিস।।
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম গকুলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়ার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য।
বাগাতিপাড়া মডেল থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম গকুলকে ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’