নাটোরে সমকাল প্রতিনিধিকে গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

নাটোর অফিস ।।
নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ায় দৈনিক সমকাল প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোর জেলাসহ বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নাটোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে জেলার সাংবাদিক ছাড়াও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তারকৃত দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সিংড়া ইউএনর বদলির এবং নাটোর আদালতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের উপরে দরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়। সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হলে তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে নেওয়া না হলে নাটোর জেলা সহ সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি দেযার হুঁমিয়ারি দেওয়া হয়। এ সময় এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
রমজান মাসে বিপুল সংখ্যক সাংবাদিক রোদ গরম উপেক্ষা করে ৩ ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন। এসময় সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
এদিকে দুপুরে সাংবাদিক আব্দুর রশিদকে আদালতে তোলা হলে আদালত শুনানি শেষে সমকাল প্রতিনিধি আব্দুর রশিদের জামিন মঞ্জুর করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *