নাটোর অফিস।।
নাটোরের লালপুরে লাইসেন্সবিহীন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা ও ভাটা ভাঙচুরের প্রতিবাদে ইটভাটা শ্রমিকরা সড়ক অবোরধ করে বিক্ষোভ করেছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী লালপুর-বাঘা সড়কের রামকৃষ্ণপুর চিনিবটতলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করে ভাটা শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলার গৌরীপুরের চামটিয়া এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানার শামীম হোসেন। এসময় লাইসেন্স না থাকায় একটি ইটভাটা মালিকে ২ লাখ টাকা জরিমান করে ও ভাটার কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। এর প্রতিবাদে লালপুর-বাঘা সড়কের রামকৃষ্ণপুর চিনিবটতলা এলাকায় ভাটা শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবোরাধ করে বিক্ষোভ করে।
এসময় তারা দাবি করেন, লালপুরের একমাত্র শিল্প হিসেবে গড়ে উঠেছে ইটভাটা। এই শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। উপজেলায় প্রায় ৪৫টি ইটভাটায় ১৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। তাদের আয়ে প্রায় ৭৫ হাজার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করে। এই পরিস্থিতিতে ইটভাটা বন্ধ হলে শ্রমিকরা পবিত্র রমজান মাসে অভাব অনটনে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে জীবন যাপন করবে।
তারা আরো বলেন, যদি ইটভাটা বন্ধ করা হয়, তাহলে তাদের যথাযথ কর্মের ব্যবস্থা করে ইট ভাটা বন্ধ করতে হবে। তা না হলে ইটভাটা বন্ধ করা যাবে না।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, আজ অবৈধ ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের টিমসহ মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় গৌরিপুরে এমএসকে ব্রিকস ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুতের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে এবং উক্ত ভাটার চিমনির চারিদিকের ব্যাটারি ভেঙে গুড়িয়ে দেয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।