নাটোর অফিস।।
নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার চকনাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, চকনাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জাননান তিনি।