নাটোর অফিস॥
নাটোর শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে স্বল্প মূল্যে উন্মুক্তভাবে মশুর ডাল, ছোলা, চিনি ও রাইচ ব্র্যান তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এতে রমজান মাসজুড়ে ১২ জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে ১৬ হাজার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠি সুফল পাবেন।
বুধবার (০৫ মার্চ) দুপুরে শহরের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাকের মাধ্যমে উন্মুক্তভাবে এসব পন্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়। ট্রাক দাঁড়ানোর সাথে সাথে প্রতিটি পয়েন্টে ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রান্তিক ও মধ্যম আয়ের মানুষ এসব কিনেন। ৫১০ টাকার প্রতিটি প্যাকেজের মাধ্যমে তারা পাচ্ছেন ৬০ টাকা কেজি দরে ২ কেজি করে ছোলা ও মসুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার রাইচ ব্র্যান তেল ও ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন করে শহরের ৫টি পয়েন্টে মোট ২০০০ মানুষকে দেয়া হচ্ছে ওই ৪টি পন্য।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকতার জাহান সাথী জানান, মাহে রমজানে নিত্যপন্যর দাম সহনীয় পর্যায়ে রাখতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। প্রান্তিক ও দরিদ্র জনগোষ্টির জন্য পুরো রমজান মাসজুড়ে সরকারের তালিকা ভুক্ত ১২ জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে সপ্তাহে দুইদিন করে সরকারি ছুটির দিন বাদে শহরের ৫টি পয়েন্টে এসব পন্য সরবরাহ বা বিক্রি করবেন। প্রত্যেক দিন ৫ জন করে ডিলার নিয়োজিত থাকবেন। পাশাপাশি এ কার্যক্রম তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, তাদের মাধ্যমে ৪ সপ্তাহে অন্তত ১৬ হাজার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্টি সুফল পাবেন।