বাবার ট্রলির নিচে পড়ে শিশু মুরসালিন নিহত

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে বাবার ইঞ্জিন চালিত ট্রলি চাকার নিচে পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিন হোসেন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে।
পরিবারসূত্রে জানাগেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবা পিন্টু মন্ডল ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন এসময় শিশু মুরসালিন ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে গেলে ট্রলির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মুরসালিন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মুরসালিনের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর বাবা পিন্টু মণ্ডল আহাজারি করে বলছিলেন, মুরসালিন আমার ছেলে, সে আমাকে খুব ভালোবাসত। প্রতিদিন বাড়ির ফেরার মুহূর্তে সে আমার ট্রলির কাছে ছুটে আসত ‘আমি এমন একজন হতভাগা বাবা। আমার নিজের ট্রলিতে আমার বুকের ধনের মৃত্যু হলো। এই কষ্ট আমি কোনো দিন ভুলতে পারব না।
লালপুর থানার (ওসি) নাজমুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *