নাটোর অফিস ॥
নাটোরে নিষিদ্ধ জীবন্ত আফ্রিকান মাগুর জব্দ করেছে মৎস্য বিভাগের ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার শহরের ভবানীগঞ্জ এলাকার দুই ভাই মৎস্য আড়ত নামের একটি প্রতিষ্ঠান থেকে ৭৪৫ কেজি জীবন্ত এই আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। এসময় ওই প্রতিষ্ঠানকে তিনহাজার টাকা জরিমানা করা সহ জব্দকৃত মাছগুলি ৬টি এতিম খানা ও দুস্থ মানুষদের মাঝে বিতরন করা হয়েছে।
নাটোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, সহকারি কমিশনার (ভুমি) মোঃ ফরহাদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরিবেশ সহ জীব বৈচিত্র্য রক্ষায় রাক্ষুসী মাছখ্যাত আফ্রিকান মাগুরের পোণা উৎপাদন সচ এই মাগুর চাষ নিষিদ্ধ করা হয়েছে। বিপুল অর্থ আয়ের লক্ষ্যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গোপনে এই আফ্রিকান মাগুর চাষ করছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়েছে।