নাটোর অফিস ॥
নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ জনকে আটক পুলিশে সোপর্দ করেস্থানীয়রা ।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সরল মুরমু ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, গোদাগাড়ী এলাকার ওই কলেজছাত্রী সম্প্রতি বোনের বাড়ি ছাতিয়ানগাছায় বেড়াতে আসেন। সে স্থানীয় গোদাগাড়ী এললাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজের যাতায়াতের সময় শফিউল ইসলাম (২৮) এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নানা ভাবে হয়রানি করছিল। সেই হয়রানির থেকে রক্ষার জন্যই তার বোনের বাড়িতে আসা। মঙ্গলবার বিকেলে তার দুই বান্ধবী গোদাগাড়ী থেকে আসে ওই ছাত্রীর সাথে দেখা করতে। আর এদিকে শফিউল ওই ছাত্রীকে অপহরনের উদ্দেশ্যে ওই দুই বন্ধবীসহ ১০ জনে একটি মাইক্রোবাস নিয়ে আসে। তারা বোনের বাড়ির অদুরে অপেক্ষা করে আর দুইজনকে বাড়িতে পাঠায়। তাদের নাস্তা করিয়ে সড়কে বিদায় দিতে আসলে অন্যরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা মাইক্রোসহ চক্রের সবাইকে আটক করে পুলিশে খবর দেয়।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবর রহমান বলেন, মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত। ফলে এ প্রেমের সম্পর্ক আর টিকেনি। মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায়। এ ব্যাপারে মাইক্রোবাস সহ ১০ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।