নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল পরির্শন ও বিভিন্ন ফসল উৎপাদন নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন মার্কিন যুক্তরাষ্টের ঢাকাস্থ দূতবাসের কৃষিবিষয়ক দুত মিসেস সারাহ গিলস্কি। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার হালতি বিলের হালতি এলাকায় ১০ জন প্রান্তিক কৃষকের বিভিন্ন ফসল উৎপাদন নিয়ে মতবিনিময় করেন তিনি। এসময় মার্কিন যুক্তরাষ্টের ঢাকা দূতবাসের কৃষি বিষয়ক দূত সারাহ গিলস্কি কৃষকদের কাছে জানতে চান কিভাবে বিল এলাকায় কৃষি ফসল ধান,গম,পেঁয়াজ,রসুন কিভাবে উৎপাদন করা হয় এবং সমস্যা সম্ভবনা বিষয় নিয়ে কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। তিনি আরো জানতে চান এসব ফসল উৎপাদন করার পর বাজারে ভালো দাম পাওয়া যায় কিনা? এসময় উপস্থিত কৃষকরা এসব প্রশ্নের উত্তর দেন।
এই মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ কৃষি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।