নাটোর অফিস॥
নাটোরের সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্লাস বর্জন করেছে প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে অবস্থান নেন। অধ্যক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানান অভিভাবকরা। এক পর্যায়ে অভিভাবকদের তোপের মুখে পড়েন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন। পরে ইউএনও মাজহারুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
জানা যায়, প্রতিষ্ঠানে ভর্তির এক মাস পর গত বুধবার (৫ ফেব্রুয়ারি) হঠাৎ শিক্ষার্থীদের হাতে মাসিক বেতনের সাথে অতিরিক্ত বেতন ও বিভিন্ন খরচের নামে অর্থ আদায়ের তালিকা ধরিয়ে দেয়া হয়। এতে বিক্ষুদ্ধ হয়ে প্রতিষ্ঠানে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। পরে প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা ক্লাস না করে বাড়িতে ফিরে যান।
শিক্ষার্থী অভিভাবক সাদরুল উলা, সোহেল রানা, সাদ্দাম মোল্লা, রতœা বেগম অনন্ত ১২ জন বলেন, প্রতিষ্ঠান থেকে হঠাৎ তিনগুণ অর্থ আদায়ের তালিকা দেয়া হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানে বর্তমানে লেখাপড়ার মান খুব খারাপ। শিক্ষার্থীরা তাদের পাঠ্যবই ভালো ভাবে রিডিং পড়তে পারে না। ইংলিশ মিডিয়াম স্কুল অথচ কোন ইংলিশ বলতে পারে না। শিক্ষকরাও ক্লাসে ইংরেজিতে পাঠ্যক্রম পরিচালনা করতে পারেন না। এটা খুব দুঃখজনক। বাধ্য হয়েই পাইভেট ও কোচিংয়ে দৌঁড়াতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবককে।
অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়। বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে।
প্রতিষ্ঠানের সভাপতি ও ইউএনও মাজহারুল ইসলাম বলেন, শনিবার অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকদের সাথে বসে সকল সমস্যার সমাধান করা হবে। আপাতত শিক্ষার্থীদের বেতন আদায় বন্ধ রাখা দেয়া হয়েছে।