নাটোরঃ নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়াম্যান হয়ে উপজেলার সাধারণ মানুষের খুব কাছ থেকে সেবক হিসাবে কাজ করতে চান সিংড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা।
তিনি বলেন-আমি ছাত্র রাজীতি থেকে শুরু করে দলের সাথে যে ভাবে কাজ করে আসছি এবং এখনো করছি তাতে অনেক আগেই আমার এমপি হওয়ার কথা ছিল। কিন্তু আমার দুর্ভাগ্য তা হতে পারি নাই। হয়তো আমার কিছু ত্রুটি ও ভুলের কারনে তা হয়ে উঠেনি। দল থেকে মনোনীত হয়ে যাঁরা আজ সিংড়ার সেবক হিসাবে কাজ করছে তাঁদের অনেকেই এক সময় আমার হাত দিয়েই রাজনীতিতে এসেছিল।
ভোলা বলেন, আমি চৌগ্রাম ইউনিয়ন পরিষদের মত একটি ছোট জায়গা থেকে ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি। দলএবং দলের বাহিরের মানুষ গুলোর সাথেও আমার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়েছে। শুধু চৌগ্রাম ইউনিয়নই নয় সারা উপজেলার তৃণমূল পর্যায়ে আমি যখন সুযোগ পেয়েছি সাধারণ মানুষের পাশে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছি। বিগত দিনে আমার জন্য মাঠ পর্যায়ের নেতা কর্মীরা অনেক কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে। মাঠ পর্যায়ের তৃণমুল নেতা কর্মীদের সেই জোড়ালো সমর্থন আর গভীর ভালো বাসা নিয়েই আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসাব দলের কাছে মনোনয়ন চাইবো।
তবে দলের বাহিরে আমি নিবার্চন করবেন না জাহিদুল ইসলাম ভোলা। তিনি বলেন, দল চাইলে আমি নিবার্চন করবো না চাইলে যাকে চাইবে আমি তাঁর হয়েই কাজ করবো। আমি কখনোই দলের সিদ্ধান্তের বাহিরে যাবো না।